জেলা আ.লীগের পদ থেকে সুরুজ্জামানকে অব্যাহতি
<![CDATA[
জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। রোববার (১৩ নভেম্বর) জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ এবং সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক সুরুজ্জামান তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা ও বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত নেতা দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মো. নূর নবী অপুকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চান মর্মে পোস্ট দিয়েছেন।
আরও পড়ুন: জামালপুর সদর উপজেলা আ.লীগের সভাপতি মান্নান, সম্পাদক স্বপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামালপুর জেলা শাখার গুরুত্বপূর্ণ একটি পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড অসাংগঠনিক, বিব্রতকর ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি। এসব বিষয়ে তাকে মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি নিজেকে শুধরে নেননি। তাই সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মোতাবেক সুরুজ্জামানকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক সুরুজ্জামান বলেন, ‘আমি মনে করি, ওই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে আমাকে এ রকম চিঠি তারা দিতে পারেন না। এটি আমার প্রতি সাংগঠনিক অবিচার। এটি নিয়ে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হব।’
]]>