জেলেনস্কির শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখান মস্কোর
<![CDATA[
কিয়েভ প্রকৃত অর্থে আলোচনার জন্য প্রস্তুত নয় উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখান করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ল্যাভরভকে উদ্বৃত করে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা সহায়তায় পূর্ব ইউক্রেন এবং ক্রিমিয়া থেকে রাশিয়াকে তাড়িয়ে দেয়া কিয়েভের একটি বিভ্রম ধারণা ছিল।
এদিকে জেলেনস্কির প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পর ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনজুড়ে একসঙ্গে ১২০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী।
স্থল ও সমুদ্র থেকে এই হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে বাসিন্দাদের স্থানীয় শেল্টারে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে জেলেনস্কি প্রশাসন।
আরও পড়ুন: কী আছে জেলেনস্কির ১০ দফা শান্তি প্রস্তাবে
সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, রাজধানী কিয়েভ, খারকিভ, ওডেসা লাভিভসহ ইউক্রেনজুড়ে একযোগে হামলা চালায় রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, একসঙ্গে ১২০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী।
বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে অভিযোগ ইউক্রেনের। এরই মধ্যে রাজধানী কিয়েভে দুটি বিস্ফোরণের খবর পাওয়া যায়, তবে সেটি আকাশেই প্রতিহত করা হয়েছে নাকি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি।
এর আগে ইউক্রেন সংঘাত নিরসনে এক মাসের বেশি সময় ধরে ১০ দফা শান্তি প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রথম ১০ দফা প্রস্তাব উত্থাপন করেন তিনি। এরপর গত সপ্তাহে (২২ ডিসেম্বর) জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে আবারও বিষয়টি তুলে ধরা হয়।
আরও পড়ুন: ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা রাশিয়ার
এ ছাড়া যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে ভাষণের সময় বিষয়টি উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠককালে তার কাছে ১০ দফা শান্তি প্রস্তাব তুলে ধরেছেন তিনি। এরপর সোমবার (২৫ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে এ বিষয়ে সাহায্য চান তিনি।
]]>