জেসুস-মার্টিনেল্লিকে হুমকি দিয়ে রেখেছেন সুইস তারকা জাকা
<![CDATA[
ইংলিশ প্রিমিয়ার লিগে গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির সতীর্থ সুইজারল্যান্ডের গ্রানিত জাকা। তারা তিনজনই খেলেন আর্সেনালে। বিশ্বকাপে একই গ্রুপে পড়ার পর দুই ব্রাজিলীয় সতীর্থকে হুমকি দিয়ে রেখেছিলেন জাকা। গোলের উদ্দেশ্যে সুইস অর্ধে পা বাড়ালেই তাদের চূর্ণ-বিচূর্ণ করার ভয় দেখিয়েছেন এ মিডফিল্ডার।
শেষ ষোলোতে যেতে গ্রুপ ‘জি’-এর ম্যাচে ৯৭৪ স্টেডিয়ামে সোমবার (২৮ নভেম্বর) মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও ব্রাজিল। প্রথম ম্যাচে জয় আছে দুই দলেরই। গ্রুপের বাকি দুই দল ক্যামেরুন ও সার্বিয়ার ২ ম্যাচ শেষে পয়েন্ট সমান এক করে। ফলে সুইস-সেলেসাও লড়াইয়ে যারা জিতবে তারাই নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট।
এদিকে এ ম্যাচ জিততে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা। দুই ক্লাব সতীর্থ জেসুস ও মার্টিনেল্লির সঙ্গে লন্ডনে যতই বন্ধুত্ব থাকুক না কেন, দেশের প্রয়োজনে তারা একে অপরের চিরশত্রু হতেও পিছপা হবেন না। গণমাধ্যমকে নিজ মুখেই সে কথা বলেছেন সুইস মিডফিল্ডার।
জাকা বলেন, ‘সতীর্থকে প্রতিপক্ষ দলে পেলে তো ভালোই। চেনাজানা আছে। তবে আমরা সবাই পেশাদার ফুটবলার। আর প্রতিদ্বন্দ্বিতাটা ৯০ মিনিটের।’
আরও পড়ুন: বিশ্বকাপে সুইজারল্যান্ডকে কখনও হারাতে পারেনি ব্রাজিল
নিজ দেশের হয়ে মাঠে নামার আগে ক্লাবে দুই ব্রাজিলীয় সতীর্থকে মজার ছলে তিনি নাকি হুমকিও দিয়ে রেখেছিলেন।
এ বিষয়ে জাকা বলেন, ‘বিশ্বকাপের আগে ওদের সঙ্গে মজা করছিলাম। একদিন জেসুস আর মার্তিনেল্লিকে বললাম, তোমরা যদি আমাদের গোলরক্ষকের সঙ্গে লড়াই করতে যাও, আমি তোমাদের চূর্ণ-বিচূর্ণ করে দেব। ওরা কিছুটা ভয়ও পেয়েছে। জানে, আমি ভাঙচুর চালালে সেটা খুব কঠিন কিছুই হয়।’
আরও পড়ুন: নেইমারকে দ্রুত সারিয়ে তুলতে নাসার প্রযুক্তি
তিনি যোগ করেন, ‘আমরা এক দলে খেলি এটা বিশ্বকাপে কোনো বড় বিষয় নয়। এটা বিশ্বকাপ। সে তার দেশের জন্য খেলবে, আমি আমার দেশের জন্য খেলব। সবাই জিততে চায়।’
জাকা সুইজারল্যান্ডের শুরুর একাদশে থাকলেও জেসুস ও মার্টিনেল্লির ব্রাজিলের হয়ে প্রথম একাদশে থাকা অনিশ্চিত। এর আগে সার্বিয়ার বিপক্ষে তারা খেলেছেন বদলি হিসেবে।
]]>




