ঝালকাঠিতে পুলিশি হেফাজতে যুবকের মৃত্যু
ঝালকাঠি সদর থানায় পুলিশি হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ওই যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত যুবকের আনুমানিক ২৫ বছর। তার নাম রাজেশ রায়। সে ঝালকাঠির ব্র্যাক মোড় এলাকার বাসিন্দা অমল রায়ের ছেলে।
ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মইনুল হক জানান, শহরের ব্র্যাক মোড় এলাকার বাসিন্দা অমল রায়ের মাদাকাসক্ত ছেলে রাজেশ মঙ্গলবার বিকেলে বাসায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে উদ্যত হয়। এ সময় প্রতিবেশীরা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবককে থানায় নিয়ে আসে এবং তাকে হেল্পডেক্সে বসিয়ে রাখা হয়। এ সময় তার বাবা অমল যান ছেলের জন্য রুটি কলা কিনতে। এরইমধ্যে রাজেশ নিজের পরনে থাকা লুঙ্গি গলায় পেঁচিয়ে থানার হেল্প ডেক্সের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজেশকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মেহেদী হাসান বলেন, হাসপাতালে মৃত অবস্থায় রাজেশকে আনা হয়েছে। মৃত্যুর কারণ ময়না তদন্তের পর ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে নিহত যুবকের বাবা অমল রায় জানান, তার ছেলে মাদকাসক্ত ছিল। দীর্ঘদিন তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাও দেয়া হয়। থানা হেফাজতে ছেলের আত্মহত্যার ব্যাপারে তার কোনো অভিযোগ নেই।