বিনোদন

ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

<![CDATA[

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতার ও পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হত্যার ঘটনায় ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার সকাল ১১টায় শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন: বিএনপির গণসমাবেশ শেষ, ১০ দফা ঘোষণা

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেয়।

গ্রেফতার হওয়া নেতাদের অনতিবিলম্বে মুক্তি দেয়ার দাবি করে পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হত্যার বিচার দাবি করেন বক্তারা। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি করেন তারা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!