ঝালকাঠিতে বিএনপি-পুলিশ ধস্তাধস্তি
<![CDATA[
পুলিশের বাধার মুখেই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঝালকাঠি জেলা বিএনপির নেতাকর্মীরা। সারাদেশে নেতাকর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করে তারা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় জেলা শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ করে দলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছুদূর গেলেই পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: দল গোছাচ্ছে আ.লীগ, মাঠে নামার সিদ্ধান্ত
এর আগে পুলিশি ব্যারিকেডের মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ আহম্মেদ ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান।
আরও পড়ুন: শহীদদের রক্ত ও আত্মত্যাগ কখনো বৃথা যাবে না: মির্জা ফখরুল
বক্তারা মিছিলে পুলিশের বাধার তীব্র নিন্দা জানিয়ে সারাদেশে নেতাকর্মীদের গণগ্রেফতার ও মামলা হামলা বন্ধের আহ্বান জানান। অন্যথায় সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি করে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা। আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
]]>