বাংলাদেশ

টটেনহ্যামের বিপক্ষে সহজ জয় ম্যানইউয়ের

<![CDATA[

টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। আগের তিন ম্যাচে একটিতে জয় পাওয়া এরিক টেন হ্যাগের দল পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা টটেনহ্যামের বিপক্ষে নেমেছিল আন্ডারডগ হিসেবেই। তবে মাঠের খেলা শুরু হতেই চেনা আঙিনায় দারুণ ফুটবল উপহার দিল ইউনাইটেড। স্পার্স গোলরক্ষক হুগো লরিস একের পর এক সেভ দিয়ে প্রথমার্ধে রেড ডেভিলদের ঠেকিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে এরিক টেন হ্যাগের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার (১৯ অক্টোবর) হাইভোল্টেজ ম্যাচে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রেডের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্দেজ।

আগের ম্যাচে  নিউক্যাসলের বিপক্ষে গোলশূন্য ড্র করা ইউনাইটেড এই জয় দিয়ে ফের জয়ের ধারায় ফিরল।

টটেনহ্যামের বিপক্ষে এদিন ফের বেঞ্চে ফিরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকাকে শেষ পর্যন্ত আর বদলি হিসেবেও মাঠে নামাননি ডাচ বস। খেলতে না পেরে ক্ষুব্ধ রোনালদোকে ৮৯ মিনিটে ডাগআউট ছেড়ে টানেলে ঢুকতে দেখা যায়। গত মৌসুমে টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করে দারুণ এক জয় এনে দিয়েছিলেন পাঁচবারের বর্ষসেরা এই তারকা।

আরও পড়ুন:সালাহর গোলে জয়ে ফিরল লিভারপুল

এদিন প্রথম ১০ মিনিটই যা একটু খুঁজে পাওয়া যায় সফরকারী স্পারদের। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফর্মেশন বদলে খেলতে নামা ইউনাইটেড।  এদিন টেন হ্যাগের দলকে খেলতে দেখা গেছে ৪-২-৩-১  ফর্মেশনে। ম্যাচের শুরুর সাত মিনিটের মাথায় গোলের প্রথম সুযোগ যায়  ইউনাইটেড। ৩০ গজ থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনির নেওয়া শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক লরিস। পরের মিনিটেই ফ্রেডের শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।

দশম মিনিটে অ্যান্টনির বাঁকানো শট পোস্টে লেগে বাইরে চলে যায়। ২১ মিনিটে রাশফোর্ডের দারুণ প্রচেষ্টা ব্যর্থ করে দেন লরিস। ফ্রেডের থ্রু বল ধরে ডিবক্সে ঢুকে শট নিয়েছিলেন রাশফোর্ড। পরের মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিক ঠেকিয়ে দেন ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো লরিস।

একটু পরে লুক শর জোরালো ভলি ঠেকিয়ে দলকে ফের রক্ষা করেন লরিস। ২৮ মিনিটে  ক্যাসেমিরোর দূরপাল্লার বুলেট গতির শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

আক্রমণের ঢেউ তোলা ইউনাইটেড প্রথম আধা ঘণ্টায় শট নেয় মোট ১৪টি, যার পাঁচটিই ছিল লক্ষ্যে। এর সবগুলোই ঠেকিয়ে দেন লরিস।

প্রথমার্ধের একদম শেষ মিনিটে গোলের সুযোগ পায়  টটেনহ্যাম। হ্যারি কেইনের নেওয়া সেই শট ফিরিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গেয়া।

প্রথমার্ধে আক্রমণে বিশাল ব্যবধানে এগিয়ে ছিল ইউনাইটেড। তাদের ১৯ শটের ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ৫টি শট নিয়ে একটিই লক্ষ্যে রাখতে পেরেছে টটেনহ্যাম।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় ইউনাইটেড। জ্যাডন সাঞ্চো  বক্সের ভেতর থেকে বাইরে পাস দিয়েছিলেন ফ্রেডকে। এই ব্রাজিলিয়ানের শট স্পার্স ডিফেন্ডার বেন ডেভিসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়।

৪৯ মিনিটে গোলের সুযোগ পান রাশফোর্ড। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট ঠেকিয়ে দেন লরিস।

আরও পড়ুন:সন্ধ্যায় নিউক্যাসলকে আতিথ্য দেবেন ক্যাসেমিরো-রোনালদোরা

৬৯ মিনিটে ব্যবিধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। বক্সে ফ্রেডের শট এরিক ডায়ারের পায়ে লেগে ব্যর্থ হওয়ার পর চমৎকার শটে বল জালে জড়ান এই পর্তুগিজ।

৭৪ মিনিটে রাশফোর্ডের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন লরিস। ৮১ মিনিটে দ্বিতীয়বারের মতো বল জালে পাঠিয়েছিলেন ব্রুনো, কিন্তু অফসাইডের কারণে তার এই গোল বাতিল করে দেন রেফারি।

এই জয়ে ১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই থাকল ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলা টটেনহ্যাম ২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে টটেনহ্যাম।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!