টসে হেরে বোলিংয়ে শ্রীলঙ্কা
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (২৩ অক্টোবর) প্রথম ম্যাচে মাঠে নামছে প্রথম পর্ব থেকে উঠে আসা দুই দল। সুপার টুয়েলভে হোবার্টে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।
এবারের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পায়নি শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে কোয়ালিফাই করে আসতে হয়েছে তাদের। যদিও সে পথটাও বেশ কঠিন ছিল লঙ্কানদের জন্য। নামিবিয়ার কাছে হেরে, শুরুতেই হোঁচট খেয়েছিল তারা। কিন্তু, পরে ঠিকই দারুণভাবে ঘুরে দাঁড়ায় এশিয়া কাপের চ্যাম্পিয়নরা।
সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্সকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শীর্ষ ১২’তে পা রাখে দাসুন শানাকার দল। সুপার টুয়েলভে লঙ্কানদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ ‘বি’ থেকে কোয়ালিফাই করেছে আইরিশরা।
আরও পড়ুন: ক্যারিবীয়দের ব্যর্থতায় চটেছে বোর্ড
আয়ারল্যান্ডের পথটাও সহজ ছিল না। প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে ৩১ রানে হেরে যায় তারা। তবে পরের দুই ম্যাচে স্কটল্যান্ড এবং দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভে পা রাখে অ্যান্ড্রু বালবির্নির দল।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল
শ্রীলঙ্কা একাদশ
কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চরিথ আসালাঙ্কা, আশেন বান্দারা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থেকশানা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা
]]>