বাংলাদেশ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
<![CDATA[
তাসমান সাগরের পাড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরেছে সাকিব। নেদারল্যান্ডস অধিনায়ক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
অবশেষে সবকিছু ছাপিয়ে টাইগাররা টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে তাসমান সাগরের পাড়ে। হোবার্টে নিজেদের মানিয়ে নেয়ার সময় পায়নি সাকিব বাহিনী। প্রস্তুতি ম্যাচ থেকেও আত্মবিশ্বাস পাওয়ার সুযোগ নেই। নিজেদের সামর্থ্যের ওপর ভরসা রেখেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
আরও পড়ুন: হোবার্টে প্রথমবার খেলতে নামছে বাংলাদেশ
এদিকে প্রথমবার হোবার্টে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অধিনায়ক সাকিব অবশ্য বিগ ব্যাশে একটি ম্যাচ খেলেছিলেন এই মাঠে। তবে অতীত অভিজ্ঞতা নিয়ে না ভেবে, জয়ের জন্য ভাবছে টাইগাররা। টি-টোয়েন্টিতে এই দুই দলের তিন মুখোমুখিতে এগিয়ে টাইগাররা। বাংলাদেশের দুই জয়ের বিপরীতে নেদারল্যান্ডসের জয় একটিতে।
]]>




