টাঙ্গাইলে পাল্টাপাল্টি ধাওয়া আর অভিযোগেও ভোটগ্রহণ
<![CDATA[
পাল্টাপাল্টি ধাওয়া আর নানা অভিযোগের মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। এ সময় ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগের প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন।
পূর্বঘোষণা অনুযায়ী, বুধবার (১২ অক্টোবর) উপজেলার গোপালপুরে হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা ভোটগ্রহণের আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হেমনগর এলাকার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এসে উপস্থিত হন। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটি, পরে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের প্রার্থীসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে আওয়ামী লীগের প্রার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমায়েত হতে থাকে। এ সময় উভয় পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এদিকে সকাল ৮টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হলেও ভোট জালিয়াতিসহ নানা অভিযোগের মধ্যেই বিকেল ৪টায় ভোটগ্রহণ সমাপ্ত হয়। কেন্দ্রগুলোর আশপাশে উভয় দলের কর্মী-সমর্থকরা অপেক্ষা করছেন ফলের জন্য।
আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, কেন্দ্রে এজেন্ট দেয়াকে কেন্দ্র করে সকালে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যথাসময়ে শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে বলেও জানান তিনি।
]]>