টাঙ্গাইলে বজ্রপাত প্রতিরোধে তাল বীজ বপন
<![CDATA[
‘বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রাণহানি কমাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তাল বীজ বপন করেছে টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগার নামে একটি সামাজিক সংগঠনের সদস্যরা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল রেললাইনের দু’ধারে ৫ শতাধিক তাল বীজ বপন কার্যক্রম শুরু হয়।
বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে টাঙ্গাইল স্টেশন থেকে শুরু করে ঢাকার দিকে এসব তাল বীজ বপন করে তারা।
আরও পড়ুন: প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছের চারা
এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ মনসুর হেলাল, লাইব্রেরিয়ান সাজ্জাদ হোসেন, সদস্য সুমন মিয়া, রিপন ও শামীম আল মামুন প্রমুখ।
বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, তালগাছ বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক ভূমিকা পালন করে। উঁচু গাছেই বেশি বজ্রপাত হয়। উঁচু গাছ থাকলে এলাকায় বজ্রপাতে প্রাণহানি লাঘব হয়। তাই বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসবে আমরা তাল বীজ বপন করছি। এ উদ্যোগ চলমান থকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বায়ুদূষণে আয়ু হারাচ্ছে বাংলাদেশিরা: গবেষণা
টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজ চলমান রাখা হবে বলে জানান তিনি।
]]>