টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
<![CDATA[
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চালক ও একই পরিবারের ১১জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তারা কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, গাইবান্ধা সদরের চাপাদহ গ্রামের এনামুল হক তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁদের বহন করা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডের উপরে উঠে দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ ১৩ জন আহত হয়।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি আরও জানান, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিলে মারুফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
]]>