টানা ছয় জয়ে টেবিলের তিনে য়্যুভেন্তাস
<![CDATA[
বিশ্বকাপের পর নিজেদের প্রথম ম্যাচে মিলিকের গোলে শেষ মুহূর্তে জয় পেয়েছে য়্যুভেন্তাস।
বুধবার (৪ জানুয়ারি) ক্রিমোনিজের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আলেগ্রির দল। লিগে টানা ৬ ম্যাচে অপরাজিত য়্যুভেন্তাস।
ক্রিমোনিজের মাঠে খেলতে নেমে প্রথমে নিজেদের গুছিয়ে নিতে বেশকিছু সময় নিয়েছে য়্যুভেন্তাস। প্রথম ২০ মিনিটে তেমন কোনো আক্রমণ করতে পারেনি কস্তিক-মিলিকরা। তবে একবার নিজেদের গুছিয়ে নেয়ার পর একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে ইতালির জায়ান্টরা। কিন্তু কোনো গোলের দেখা পাচ্ছিলনা।
প্রথম হাফের পর দ্বিতীয় হাফেও আক্রমণের হার বজায় রাখে ৩৬ বারের লিগ চ্যাম্পিয়নরা। কিন, মিলিক, কিয়েসাদের শট বারবার রুখে দিচ্ছিল ক্রিমোনিজের গোলরক্ষক মার্কো কার্নেসেচি।
আরও পড়ুন: রদ্রিগোর গোলে কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়াল
ম্যাচের ৬৭ মিনিটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া পারাদেসকে নামায় য়্যুভেন্তাস। তবে তাতেও কোনো লাভ হয়নি। ম্যাচের ৭৭ মিনিটে কর্নার পায় য়্যুভেন্তাস। কস্তিকের নেয়া সে কর্নার হেড করে য়্যুভে ডিফেন্ডার। যা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন কার্নেসেচি।
ম্যাচের ৮৯ মিনিটে কিনকে ফাউল করায় ফ্রি কিক পায় য়্যুভেন্তাস। ৩০ গজ দূর থেকে নেয়া সেই ফ্রি কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন পোলিশ স্ট্রাইকার আরকাদিউস মিলিক।
এই জয়ে লিগ টেবিলে তিনেই থাকলো য়্যুভেন্তাস। তবে এই জয়ে তাদের তৃতীয় স্থানটা আরও মজবুত হল। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট য়্যুভেন্তাসের। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে লাৎজিও, যারা দিনের আরেক ম্যাচে লেচের সঙ্গে ২-১ গোলে হেরেছে।
]]>