টানা দ্বিতীয় দিনের মতো রিয়ালের মাঠে অনুশীলনে রোনালদো
<![CDATA[
বিশ্বকাপের স্বপ্নভঙ্গের পর এখন ক্রিস্টিয়ানো রোনালদোর মনোযোগ ক্লাব ফুটবলে। যদিও এখন কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিতর্ক হওয়ার পর ক্লাব ছেড়েছেন সিআর সেভেন। এখন নিজেকে ফিট রাখতে অনুশীলন করছেন। তবে অবাক করার বিষয় হচ্ছে, টানা দ্বিতীয় দিনের মতো তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছেন তিনি।
গত বুধবার (১৪ ডিসেম্বর) ফুটবলের ট্রান্সফারবিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানো সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় জানিয়েছিলেন, ক্লাব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রোনালদো রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্প ভালদেবেবাসে অনুশীলন করেছেন। এরপর টানা দ্বিতীয় দিনের মতো সেখানে অনুশীলন করেছেন রোনালদো। তবে রিয়ালের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করলেও রিয়ালের সঙ্গে রোনালদোর নতুন চুক্তির কোনো সম্ভাবনা নেই।
স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, ফিটনেস ঠিক রাখতে রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড অনুশীলনের অনুমতি চেয়েছিলেন রোনালদো। তার অনুরোধে সাড়া দেয় ইউরোপের অন্যতম সফল এই ক্লাবটি।
আরও পড়ুন: মেসি-রোনালদোকে নিয়ে বিতর্কের সমাধান মিলতে পারে কাতারে
এদিকে ইংলিশ ক্লাব চেলসি রোনালদোকে তাদের ক্লাবে ভেড়াতে চাইছে বলে নিশ্চিত করেছেন ফাবরিজিও রোমানো। এর বাইরে সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক ক্লাবই তাকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। শেষ পর্যন্ত রোনালদো কোথায় গিয়ে থিতু হন, সেটাই এখন দেখার বিষয়।
রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তির কোনো সম্ভাবনা না থাকলেও ক্লাব ইতিহাসে রোনালদো সবচেয়ে সফল সময় পার করেছেন এই রিয়াল মাদ্রিদেই। রিয়ালে নয় বছর কাটিয়ে সম্ভাব্যসব ট্রফি জিতেছেন তিনি। ক্লাবের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। এ সময়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন রোনালদো।
]]>