বাংলাদেশ

টানা দ্বিতীয় ব্যালন ডি’অর জিতলেন বার্সা তারকা পুতেয়াস

<![CDATA[

ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদার সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর নারী বিভাগে টানা দ্বিতীয় বারের মতো জিতলেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস।

প্যারিসের চ্যাটেলেট থিয়েটারে সোমবার (১৭ অক্টোবর) রাতে ফ্রান্স ফুটবল তার হাতে এ পুরস্কার তুলে দেয়। 

পুতেয়াস একমাত্র নারী ফুটবলার হিসেবে টানা দ্বিতীয় বছর ব্যালন ডি’অরের পুরস্কার জিতলেন। সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পথে তিনি পেছনে ফেলেছেন আদা হেগারবার্গ, বেথ মিড ও লুসি ব্রোঞ্জকে।

গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে পুতেয়াসের। চ্যাম্পিয়ন্স লিগের ১০ ম্যাচে তিনি করেছেন ১১টি গোল। এছাড়া ২৬ লিগ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি তিনি করেছেন ১৫টি অ্যাসিস্ট।

বিস্তারিত আসছে…

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!