টানা বৃষ্টি ও জোয়ারে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত
<![CDATA[
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও টানা তিন দিনের বৃষ্টি এবং অতি জোয়ারের চাপে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জেলার মঠবাড়িয়া, ইন্দুরকানী, ভান্ডাড়িয়া ও পিরোজপুর সদরের নিচু এলাকা এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে।
তবে জোয়ারে পানি উঠলেও ভাটায় তা নেমে যাওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি। তবে টানা বর্ষায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষজন। অন্যদিকে মাঠঘাট পানিতে তলিয়ে যাওয়ায় গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
আরও পড়ুন: ভাঙনে সৌন্দর্য হারাচ্ছে সৈকত, ঝুঁকির মুখে ব্যবসায়ীরা
এদিকে সদরের শারিকতলা ডুমুরিতলা এবং ইন্দুরকানী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার বেশকিছু এলাকায় বেড়িবাঁধ না থাকায় ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে লোকালয়ে। ফলে বিপাকে পড়েছেন এসব এলাকার সাধারণ মানুষ।
গত ২ দিন ধরে পিরোজপুরের নদ-নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
]]>




