টিকটক নিয়ে সাংবাদিকদের দুষলেন সাব্বির
<![CDATA[
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ভালো কিছু করতে পারেননি সাব্বির রহমান রুম্মন। ৪ ম্যাচে সাকুল্যে তিনি করেছেন করেছেন ৩১ রান। এদিকে আবার টিকটক করে সমালোচনারও শিকার হচ্ছেন তিনি। সাব্বির বললেন, ‘টিকটক করা তো কোনো অপরাধ নয়, তবে সাংবাদিক ভায়েরা আমার জীবন নিয়ে এত চিন্তিত কেন!’
রোববার (১৬ অক্টোবর) ফেসবুক লাইভে এসে সাব্বির বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমাকে নিয়ে অনেক কথা ছড়াচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক চিন্তিত। আসলে আমার জীবন নিয়ে তো চিন্তা করার কিছু নেই। কারণ দিনশেষে আমি প্রফেশনাল প্লেয়ার। আর টিকটক করেছি মজা হিসেবে। এর বেশি কিছু না।’
আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ জানাল আইসিসি
সাব্বির মনে করেন, টিকটক করা বড় কোনো ইস্যু নয়। তবে সাংবাদিকরা এটা নিয়ে কেন পড়ে থাকবেন, তারা কথা বলতে পারেন ক্রিকেট নিয়ে। তার ভাষ্যমতে, এটা কিন্তু অনেক বড় কোনো ইস্যু না। কিন্তু সাংবাদিক ভায়েরা বিষয়টাকে যেভাবে তুলে ধরেছেন, মনে হচ্ছে খুব বড় অপরাধ করে ফেলেছি।
সাব্বির আরও বলেন, ‘দিনশেষে কিন্তু আমার পরিবার আছে, সবারই আছে। এমন সংবাদে অনেক পরিবারই কষ্ট পায়। আমার আব্বু-আম্মু আছে, বউ আছে, বন্ধুবান্ধব আছে। টিকটক নিয়ে এত আলোচনার তো কিছু নেই। তো আশা করব, আপনারা এসব নেগেটিভ নিউজ করা থেকে বিরত থাকবেন।’
আরও পড়ুন: তদবির করে দলে ঢুকেছিলেন সাব্বির!
সাব্বির বলেন, ‘টিকটক ছাড়াও সাংবাদিকদের নিউজ করার জন্য আরও অনেক টপিক আছে। এ নিয়ে তিনি বলেন, দেশে তো নিউজের কমতি নেই। বিশ্বকাপ নিয়ে যদি বলি। বিশ্বকাপ থেকে বাদ পড়েছি, এখানে আমার ইমোশন নেই। ঢাকা প্রিমিয়ার লিগ আর ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলার কারণেই কিন্তু আমাকে দলে নিয়েছিল। ৪ ম্যাচে খারাপ করেছি। সেই কারণে বাদ পড়েছি। এটা নিয়ে আমি অখুশি না।’
]]>