বাংলাদেশ

টিকিট ছাড়া রেল ভ্রমণ: ২৫ যাত্রীকে জরিমানা

<![CDATA[

টিকিট ছাড়া রেল ভ্রমণের কারণে ২৫ যাত্রীকে টিকিটের মূল্যসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার নিজেই এ জরিমানা করেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে অসীম কুমার তালুকদার বলেন, ‘বুধবার দুপুরে ঢাকা থেকে রাজশাহীতে বিরতিহীন আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে আসছিলাম। এ সময় সিটে বসে না থেকে বিনা টিকিটে ভ্রমণকারী কেউ আছে কি না, তা দেখার চেষ্টা করছিলাম। অভিযান চালিয়ে ২৫ জন যাত্রীকে পাই, যারা কোনো টিকিট কাটেননি, যা আইনত দণ্ডনীয় অপরাধ।’

আরও পড়ুন:এক টিকিট দু’বার বিক্রি করায় ‘সহজ ডটকম’কে জরিমানা

তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!