টিকে থাকা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ঢাকা-খুলনা
<![CDATA[
পয়েন্ট টেবিলের তলানি থেকে উন্নতির লক্ষ্য নিয়ে মাঠে নামবে ঢাকা ডমিনেটর্স। তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। খুব একটা ভালো অবস্থানে নেই তারাও। নাসির-তাসকিনদের বিপক্ষে জিতে লড়াইয়ে ফেরার আশা তামিম-ইয়াসিরদের।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
কোনোভাবেই যেন কপাল খুলছে না ঢাকা ডমিনেটর্সের। কোনোমতে একটা ম্যাচ জয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। সবশেষ ম্যাচেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে।
প্রতিপক্ষ খুলনা টাইগার্সের অবস্থানও একেবারে ভালো বলার সুযোগ নেই। দলে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু তাদের ঝুলিতে ৫ ম্যাচে মাত্র ২টি জয়। পয়েন্ট টেবিলে অবস্থান ৫ নম্বরে।
আরও পড়ুন: নাসিম শাহর বোলিং তোপে বিধ্বস্ত ঢাকা
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডমিনেটর্স। দলটায় রয়েছে জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। যাদের ফর্মহীনতা ভোগাচ্ছে দলকে। অধিনায়ক নাসির বেশ কয়েকটি ম্যাচে একাই লড়াই করেছেন। তবে টপঅর্ডারের ব্যর্থতায় জয়ের দেখা পাননি। মিজানুর রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুনরা দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারছেন না।
বল হাতে ছন্দে আছেন তাসকিন। দারুণ বল করছেন আল আমিনও। স্পিন বিভাগে রয়েছেন আরাফাত সানি, নাসিররা।
খুলনা দলটায় রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের বেশ কয়েকজন হার্ড হিটার ব্যাটার। গেল বিপিএলে দুর্দান্ত খেলা মুনিম শাহরিয়ার, ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা আছে দলটিতে।
আরও পড়ুন: সোহানের ফেরার ম্যাচে জয়ে ফিরল রংপুর
সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানি আজম খান ও অধিনায়ক ইয়াসির আলি, বোলিং বিভাগে সাইফউদ্দিন, ওহাব রিয়াজের মতো অভিজ্ঞদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তারপরও জয়ের ধারায় থাকতে পারছে না দলটা। তবে শেষ চারে ওঠার লড়াইয়ে নিশ্চয়ই জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে রূপসাপাড়ের দলটি।
]]>




