টি-টেনের নবাগত ক্লাব নিউইয়র্ক স্ট্রাইকার্সে ভারতের অলরাউন্ডার
<![CDATA[
টি-টেন লিগের এবারের আসরে নবাগত দল নিউইয়র্ক স্ট্রাইকার্স। নতুন এই দল ভারতের সাবেক অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিকে দলে নিয়েছে। আইপিএলেও বিনির খেলার অভিজ্ঞতা আছে। তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে।
৩৮ বছর বয়সী বিনির দখলে এখনো একটি বিরল রেকর্ড আছে। ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। যেটি ভারতের ইতিহাসে এখনো সেরা বোলিং ফিগার। তাকে বলা হয় সাদা বলে জুটি ভাঙার জম। এই অলরাউন্ডারের ব্যাটিং দক্ষতাও কম নয়। ক্রিকেটার পরিবারে বেড়ে ওঠা বিনি ইনিংসের শেষ দিকে দ্রুত রান তুলতে বেশ কার্যকরী।
আরও পড়ুন: কোহলির যত প্রেম, সম্পর্ক ছিল রোহিতের স্ত্রীর সঙ্গেও!
বিনি টি-টেনে যুক্ত হওয়ার পর বলেন, ‘আমি নিউইয়র্ক স্ট্রাইকার্সে যোগ দিতে পেরে খুশি। আশা করি বিশ্বব্যাপী তাদের ছাড়িয়ে দিতে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব। দলটি দুর্দান্ত সব ক্রিকেটারে গড়া। আমি আমার সেরাটা নিংড়ে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব। ভক্তদের আমরা মাঠে চাই।’
ফ্র্যাঞ্চাইজিটির মালিক সাগর খান্না বলেন, ‘অনেক বছর আইপিএল খেলার অভিজ্ঞতা নিয়ে বিনি এখানে এসেছে। আমি আত্মবিশ্বাসী তার অভিজ্ঞতা নিউইয়র্ক স্ট্রাইকার্সকে সাহায্য করবে। ব্যাট ও বল হাতে সে দুর্দান্ত। আমাদের অভিষেক আসরে আমরা এটাই চাই।’
আরও পড়ুন: বিশ্বকাপে উদ্বেগের মধ্যেই বাবরদের জন্য সুখবর
২৩ নভেম্বর থেকে শুরু হবে এবারের টি-টেন লিগ। বাংলা টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচেই লড়বে নিউইয়র্ক স্ট্রাইকার্স। স্থানীয় সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।
নিউইয়র্ক স্ট্রাইকার্স স্কোয়াড
পোলার্ড (আইকন, সি), ইয়ন মরগ্যান, আজম খান, পল স্টার্লিং, ওয়াহাব রিয়াজ, স্টুয়ার্ট বিনি, রোমারিও শেফার্ড, আন্দ্রে ফ্লেচার, টম হার্টলি, জর্ডান থম্পসন, কেসরিক উইলিয়ামস, মুহাম্মদ ওয়াসিম, আকিল হোসেইন, রবি রামপল, ন্যাভ পাবরেজা, মোহাম্মদ ফারুক, ইজহারুল হক নাভিদ।
]]>




