টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ড সূর্যকুমারের
<![CDATA[
গ্লেন ম্যাক্সওয়েল ও কোলিন মুনরোকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার (০২ অক্টোবর) ২২ বল মোকাবিলায় ৬১ রানের ইনিংস খেলে সূর্যকুমার এ রেকর্ড গড়েন। হাজার রান স্পর্শ করতে তিনি মোট খেলেছেন ৫৭৩টি বল। সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেটে তার স্ট্রাইকরেট ১৭৪।
আরও পড়ুন: অনেক দিন পাকিস্তানের কাছে হারিনি: রুমানা
এর আগে এ রেকর্ড দখলে ছিল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৬০৪ বলে টি-টোয়েন্টিতে হাজার রান করেছিলেন ম্যাক্সওয়েল। তার স্ট্রাইকরেট ১৬৬। তৃতীয় স্থানে থাকা কলিন মুনরো টি-টোয়েন্টিতে এক হাজার রানের ঘর স্পর্শ করতে খেলেছিলেন ৬৩৫ বল। মুনরোর স্ট্রাইকরেট ১৫৭।
তাদের পরে ৬৪০ বলে টি-টোয়েন্টিতে হাজার রান করেছেন ক্যারিবীয় ব্যাটার এভিন লুইস। তার স্ট্রাইকরেট ১৫৬। শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা আবার ৬৫৪ বলে ১৫৩.০০ স্ট্রাইকরেটে এই হাজার রান পূরণ করেছেন।
আরও পড়ুন: ৩৬০ দূরে থাক, পাকিস্তানি ব্যাটাররা ১৮০ ডিগ্রিই খেলতে পারে না
এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমে ব্যাট করে পাহাড়সহ লক্ষ্য পেয়েছে ভারত। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৩৭ রান। সূর্যকুমার ছাড়াও দলের হয়ে ২৮ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেন লোকেশ রাহুল। তার ইনিংসটি ৫ চার ও ৪ ছক্কার মারে সাজানো ছিল। এছাড়া রোহিত শর্মা ৩৭ বলে ৪৩ ও বিরাট কোহলি ২৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৯ রানের অপরাজিত ছিলেন।
]]>




