টি-টোয়েন্টিতে মুশফিকের যত অর্জন
এশিয়া কাপের ব্যর্থতার পর শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ দল। আর দেশে ফিরেই রোববার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দীর্ঘ ১৬ বছরে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারটা কেমন ছিল, তা এক নজরে দেখে নেয়া যাক।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অঙ্গনে পা রাখেন মুশফিক। টি-টোয়েন্টির আঙিনায় ১৬ বছর কাটিয়েছেন এই বর্ষীয়ান ক্রিকেটার, খেলেছেন ১০২টি ম্যাচ। বাংলাদেশের হয়ে শতাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ৩ ক্রিকেটারের একজন মুশফিক।
টি-টোয়েন্টিতে কখনোই নিজেকে মেলে ধরতে পারেননি মুশফিক। ১০২ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৯.৪৮ গড়ে ১ হাজার ৫০০ রান করেছেন তিনি। ৯৩ ইনিংসে ব্যাট করে মাত্র ৬ বার অর্ধশতক পেরিয়েছেন মুশফিক। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারসেরা ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিকের ক্যারিয়ার স্ট্রাইক রেট ১১৫.০৩।
টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে ১৬ বছরের ক্যারিয়ারে উইকেটরক্ষক ক্যাচ-স্টাম্পিং মিলিয়ে ৬২টি ডিসমিসাল রয়েছে তার ঝুলিতে, যা ক্রিকেটারদের তালিকায় চতুর্থ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবমিলিয়ে ৪২টি ক্যাচ নিয়েছেন মুশফিক। যার মধ্যে উইকেটরক্ষক হিসেবে নিয়েছেন ৩২টি ক্যাচ। উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ক্যাচের দিক দিয়ে বিশ্বে সপ্তম এই বাংলাদেশি উইকেটরক্ষক। এছাড়া তার ৩০টি স্টাম্পিং টি-টোয়েন্টি ইতিহাসে উইকেটরক্ষকদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।