টি-টোয়েন্টিতে সেঞ্চুরির সামর্থ্য আছে শান্ত-লিটনদের: সিডন্স
<![CDATA[
ব্যাটিংয়ে দুর্দশা যেন কাটছেই না বাংলাদেশের। স্পোর্টিং উইকেটেও বেহাল দশা সাকিব-সোহানদের। সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়া ব্যাটার রাইলি রুশোর একার রান টপকাতে পারেনি ১১ টাইগার ব্যাটার মিলে। ম্যাচশেষে তাই প্রশ্নবাণে জর্জরিত ব্যাটিং কোচ জেমি সিডন্স। শান্তদের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্নে তার জবাব, টপ ফোরের সবার টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার সামর্থ্য আছে।
সিডনিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশি বোলারদের কোনো পাত্তাই দেয়নি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। কুইন্টন ডি কক ও রাইলি রুশো মিলে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ১৩.৩ ওভারে তুলেছেন ১৬৮ রান। ডি কক ৩৮ বলে ১৬৮.৭৮ স্ট্রাইকরেটে ৬৩ রান করে আউট হলেও, প্রায় দুইশো স্ট্রাইকরেটে সেঞ্চুরি হাঁকিয়ে নেন রাইলি রুশো। ৫৬ বলে তার ব্যাট থেকে আসে ১০৯ রান।
যে পিচে রানের পাহাড় গড়েছে প্রোটিয়ার সেখানেই বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১১ ব্যাটার মিলে টপকাতে পারেনি রুশোর একার রানও। বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ১৬.৩ ওভার মোকাবিলায় মাত্র ১০১ রানে। প্রোটিয়াদের দেয়া ২০৬ রানের বড় লক্ষ্যে তাড়া করতে না পারলেও, এমন উইকেটে ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে পারতো টাইগাররা। সেটা অকপটে স্বীকার করে নিলেন অধিনায়ক সাকিব আল হাসান।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিডনিতে আজ উইকেট খুব ভালো ছিল। আমরা আরও অনেক ভালো ব্যাটিং করতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে হতাশ। কারণ এখানে ভালো ব্যাটিংয়ের সুযোগ ছিল। এমন না যে আমরা ২০০ চেজই করে ফেলতাম। কিন্তু আমাদের অনেক ভালো শুরু ছিল। আমি নিশ্চিত সবাই প্রথম দুই ওভার দেখার পর ভেবেছে, না কিছু একটা হতে পারে।
এখন প্রশ্ন হলো, এমন স্পোর্টিং উইকেটেও কেন বিধ্বস্ত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। লিটন দাসের ৩৪ রানের ইনিংস ছাড়া বলার মতো স্কোর নেই অন্য কোনো ব্যাটারের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান এসেছিল সৌম্য সরকারের ব্যাট থেকে। ম্যাচশেষে তাই ব্যাটিং কোচের কাছে প্রশ্ন, আদৌতে দলে এমন কোনো ব্যাটার আছেন যিনি অন্তত ৫০-৬০ রানের ইনিংস খেলতে পারেন?
জবাবে সিডন্স বলেন, লিটন সহজেই করতে পারে। আমাদের টপ সিক্সের সবাই ৬০-৭০ রানের ইনিংস খেলতে পারে। (তবে) একটু স্মার্ট হতে হবে।
লিটনের সামর্থ্য নিয়ে অবশ্য কারো সংশয় থাকার কথাও নয়। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন এ ব্যাটার। তাই ঠোঁটের কোণেই উত্তর প্রস্তত সিডন্সের। তাছাড়া তার ৩৪ রানে ভর করেই তো প্রোটিয়াদের বিপক্ষে ১০০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে ৭০ ও ৬৮ রানের দুটি ইনিংস খেলে এসেছেন অধিনায়ক সাকিবও।
আরও পড়ুন: ভরাডুবির ম্যাচে সাকিবের এক বিশ্বরেকর্ড
প্রথম প্রশ্নের জবাব পেতেই সিডন্সের কাছে ফের জানতে চাওয়া হয়, ‘ইমপ্যাক্ট’ ও ‘ইনটেন্টের’ গল্প শুনিয়ে যাওয়া এই দলের কারও কী সেঞ্চুরি করার সামর্থ্য আছে?
জবাবে সিডন্স বলেন, টপ ফোরের সবাই পারবে। সাকিব, লিটন, সৌম্য ও শান্তর নাম উল্লেখ করে তিনি যোগ করেন, …সৌম্য আজ দুটি শট দারুণ খেলেছে। ওদের স্মার্ট হতে হবে। লম্বা সময় ব্যাট করতে হবে। এ মুহূর্তে ওরা দ্রুত রান তুলছে ঠিকই, কিন্তু আউটও হচ্ছে। এটা ঠিক করতে হবে।
বর্তমান দলের কেউ টি-টোয়েন্টিতে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে না পারলেও বাংলাদেশের পক্ষে একমাত্র ক্রিকেটার হিসেবে এ নজির দেখিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২০১৬ সালের বিশ্বকাপের প্রথম রাউন্ডের তার ১০৩ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটারের পক্ষে সর্বোচ্চ। তার পরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস আছে সাকিবের।
]]>




