বাংলাদেশ

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজে মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

<![CDATA[

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। সংক্ষিপ্ত ফরম্যাটের পর এবার ওয়ানডে সিরিজে মাঠে নামছে দুদল। এই সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লখনৌ, রাঁচি ও দিল্লিতে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রথম ম্যাচে খেলতে নামবে তারা।

ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ শিখর ধাওয়ান। তার ডেপুটি হিসেবে কাজ করবেন শ্রেয়াস আইয়ার। গত জুলাইয়ে সিনিয়রদের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-০ ব্যবধানে জয় পাওয়া তিন ম্যাচের সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ধাওয়ান। এ সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন রজত পাতিদার ও পেসার মুকেশ কুমার।

আরও পড়ুন: রুশোর শতকে ভারতকে বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা

তারুণ্যনির্ভর দল হলেও প্রোটিয়াদের বিপক্ষে জয় চান ধাওয়ান। সিরিজকে সামনে রেখে তিনি বলেন, ‘আমাদের এই দলটিও অনেক বেশি ভারসাম্যপূর্ণ। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। নিজেদের প্রমাণের এটিই ভালো সুযোগ। দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল। নিজেদের সেরাটা খেলতে পারলে সিরিজ জয় সম্ভব হবে।’

অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘ভারতের প্রথম সারির অনেক ক্রিকেটারই এই সিরিজে নেই। তবে যারা আছে, তারাও ভালো খেলার সামর্থ্য রাখে। তাই এমন দলের বিপক্ষে খেলতে  হলেও আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আমরা প্রস্তুত, সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’

আরও পড়ুন: রেকর্ড গড়ে সৌম্যের পাশে রোহিত

ভারত দল

শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহঅধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণু, মুকেশ কুমার, আবেশ খান, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকার দল

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিক্স, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, জানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্কিয়া, ওয়েন পারনেল, আন্দিলে ফেহলুকুয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!