টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো অস্ট্রেলিয়া
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো অস্ট্রেলিয়া। যেখানে প্রাধান্য দেয়া হয়েছে অজিদের সংস্কৃতি। এছাড়াও আদি অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐতিহ্য তুলে ধরা হয়েছে বিশ্বকাপ জার্সিতে। এই জার্সি উন্মোচন অনুষ্ঠাতে উপস্থিত ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, জস হ্যাজলউড এবং মিচেল স্টার্ক। এবারের বিশ্বকাপে ভালো সম্ভাবনা আছে অস্ট্রেলিয়ার এবং সামনের সময়ে দল আরো পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন ম্যাক্সওয়েল।
বিশ্বকাপ জার্সি নিয়ে বরাবরই চমক উপহার দেয় অস্ট্রেলিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও যার ব্যতিক্রম হচ্ছে না। সবার আগে এবার সেই আনুষ্ঠানিকতা শেষ করলো স্বাগতিকরা। নিজেদের ক্রিকেট ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে এবারের জার্সি করেছে অস্ট্রেলিয়া। যার নকশা করেছেন আন্টি ফিউনা ক্লার্ক। দেশটির সনামধন্য এই ডিজাইনারের সম্পৃক্ততা আছে অজি ক্রিকেটের সঙ্গে। তার পূর্ব পুরুষ জেমস মসকুইটো কুজেন্স, যার হাত ধরে গোড়া পত্তন হয়েছিলো অস্ট্রেলিয়া ক্রিকেটের।
আরও পড়ুন: ফের অধিনায়ক হতে চান ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়া আদিবাসি গোষ্ঠী ১৮৬৬ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি ম্যাচ আয়োজন করে। পরবর্তী এই দলটাই ১৮৬৮ সালে ইংল্যান্ড ভ্রমণ করে। যা অস্ট্রেলিয়ার কোন স্পোর্টিং টিমের প্রথম বিদেশ সফর ছিলো। এই সংস্কৃতিই ফুটিয়ে তোলা হয়েছে জার্সিতে।
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক অজিরা। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লক্ষ্য ওদের। এ জন্য প্রস্তুতিও হয়েছে বেশ। সামনে ভারত সফর। সেখানে ভালো করে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মিশন শুরু করতে চায় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টিতে ছন্দ ধরে রাখা গুরুত্বপূর্ণ। আমরা এই মুহূর্তে ভালো অবস্থানে আছি। এছাড়াও বিশ্বকাপের আগে আরো কিছু ম্যাচ আছে, যেটা আমাদের পরিণত করবে। আশা করছি এবারো ভালো কিছু হবে।’
টি-টোয়েন্টিতে আরো মনযোগি হতে ওয়নডেকে সদ্যই বিদায় জানিয়েছেন অ্যারন ফিঞ্চ। তাকে অধিনায়ক করেই ক’দিন আগে ঘোষণা করা হয়েছে স্কোয়াড। তবে ফিঞ্চ ছাড়াও এই দলে আরো বেশ কিছু ক্রিকেটার আছে যারা ম্যাচের মোমেন্টাম বদলে দেয়া এবং অধিনায়কত্ব করার যোগ্যতা রাখেন বলে মনে করেন ম্যাক্সি।
আরও পড়ুন: দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে, ছিটকে গেলেন তিন তারকা ক্রিকেটার
ম্যাক্সওয়েল বলেন, ‘আমরা দল গুছিয়ে ফেলেছি। আমাদের বেশ কিছু ক্রিকেটার আছে যারা অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে। বিগ ব্যাশ থেকে শুরু করে অন্যস্থানেও ওদের সফলতা আছে। সুতরাং পরবর্তীতে কে দায়িত্ব নেবে তা খুজে নেয়া অনেক সহজ।’
২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া।
]]>




