বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় লক্ষাধিক টিকিট বিক্রি

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিক্রি হয়ে গেছে ৬ লাখেরও বেশি টিকিট। এর মধ্যে ভারত-পাকিস্তান ছাড়াও শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচের টিকিট। শুক্রবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এদিকে টিকিট শেষ হয়ে যাওয়া ম্যাচের মধ্যে রয়েছে বাংলাদেশেরও নাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের ম্যাচের টিকিট নিয়ে এ তথ্য দিয়েছে তারা।

প্রস্তুত অস্ট্রেলিয়া। ক্রিকেট মহাযজ্ঞের জন্য প্রস্তুত আইসিসিও। ইতোমধ্যে প্রথম রাউন্ডের জন্য ক্যাঙারুদের দেশে পৌঁছেছে দলগুলো। অস্ট্রেলিয়ার সাত শহরের, সাত স্টেডিয়াম সেজেছে নবরূপে। রোববার (১৬ অক্টোবর) প্রাথমিক পর্ব দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্ব আসরের। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: বাবরদের পরের টার্গেট টি-টোয়েন্টি বিশ্বকাপ 

বিশ্বকাপের খেলা দেখতে ইতোমধ্যে আসতে শুরু করেছেন পর্যটকরা। দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন ম্যাচের টিকিট। এক মাস আগে আইসিসি জানিয়েছিল, বিক্রি শুরুর ১০ মিনিটেই ব্লক হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট। এবার নতুন তথ্যমতে, একই অবস্থা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচেও। দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের পর, দশকদের সবচেয়ে বেশি আগ্রহ তাসমান পাড়ের দুই প্রতিবেশীর ম্যাচকে ঘিরে।

এ ম্যাচ ছাড়াও বিশ্ব আসরের বেশির ভাগ ম্যাচের টিকিটই এখন শেষের দিকে। এখন পর্যন্ত ৬ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছে আইসিসি। এ ছাড়া ৯০ হাজার ধারণক্ষমতার এমসিজিতে ভারত-পাকিস্তান ম্যাচ জ্যামপ্যাকড হবে বলে আশা করছেন আয়োজকরা। 

এই কমিটির প্রধান নির্বাহী মিচেল এনরাইট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সিডনির ক্যাঙারু-কিউই ম্যাচটাতেও ফুল প্যাকড স্টেডিয়াম থাকবে বলেই মনে হচ্ছে তার। সাধারণত অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলোতে ধারণক্ষমতা অনেক বেশি হওয়ায়, ফুল হাউস হওয়াটা বেশ কষ্টকর, কিন্তু দর্শকদের আগ্রহ দেখে অভিভূত অস্ট্রেলিয়া আসরের আয়োজকরা।

এদিকে, টিকিট শেষ হওয়ার পথে বাংলাদেশের একটি ম্যাচেরও। ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচের টিকিট নিয়ে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন:  বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে জানালেন ওয়াসিম

রোববার বাছাইপর্বের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি শেষ করেছে আয়োজক কমিটি। শ্রীলঙ্কার বিপক্ষে সে ম্যাচে মাঠে নামবে নামিবিয়া। গিলংয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে আরব আমিরাত এবং নেদারল্যান্ডস। এবার প্রতিটি টিকিটে দিনের দুটি খেলাই দেখতে পারবেন সমর্থকরা। প্রাথম রাউন্ড এবং সুপার টুয়েল্ভের প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ২০ ডলার। তবে, ১৬ বছরের কম কেউ টিকিট কিনতে চাইলে, তার জন্য মূল্য হবে মাত্র ৫ ডলার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!