খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিকের মালিক যারা

<![CDATA[

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আট আসরে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন মাত্র পাঁচজন বোলার। তালিকায় সবার প্রথমে অজি পেস তারকা ব্রেট লি। আর চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করে সে তালিকায় নাম তুলেছেন ইউএইর কার্তিক মেইয়াপ্পান।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ঝনঝনানি। যেখানে বোলাররা লাইমলাইটে থাকেন কালেভদ্রে। চার ওভারেরর স্পেলে লাইন-লেন্থ ঠিক রেখে যত কম রান দেয়া যায় সেই চেষ্টা থাকে বোলারদের। সেখানে হ্যাটট্রিক পাওয়া বোলারদের জন্য দুষ্কর। নিজেদের বোলিং নৈপুণ্যে সেই কাজটা করেই বিশ্বমঞ্চে আলো কেড়েছেন ব্রেট লি-হাসারাঙ্গারা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আটটি আসরে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন মাত্র পাঁচজন বোলার। যে তালিকায় সবার প্রথমে অজি পেস তারকা ব্রেট লি।

আরও পড়ুন:প্রথম হ্যাটট্রিক আমিরাতের বোলারের দখলে

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে হ্যাটট্রিক তুলে নেন ব্রেট লি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অজি তারকা একে একে সাজঘরে ফেরান সাকিব, মাশারাফি ও অলক কাপালিকে।

এরপর ১৪ বছরের অপেক্ষা। তবে গত বছরের টি-২০ বিশ্বকাপ দেখেছে তিনটি হ্যাটট্রিকের কীর্তি। আয়ারল্যান্ডের অখ্যাত পেসার কার্টিস ক্যামফার, নিজেকে নেন অন্য উচ্চতায়। নেদারল্যান্ডসের বিপক্ষে চার বলে চার উইকেট তুলে নেন। ক্রিকেটের ভাষায় যাকে বলে ডাবল হ্যাটট্রিক।

ক্রিকেটের অজস্র রেকর্ডের সাক্ষী শারজায় গত আসরেই আরেকটি রেকর্ড গড়েন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার এইডেন মারকারাম, টেম্বা বাভুমা ও প্রিটোরিয়াসকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নেন এই স্পিনার।

আরও পড়ুন:চাপ ও আত্মবিশ্বাসের ঘাটতিতে ডুবছে বাংলাদেশ

২০২১ বিশ্বকাপের একই আসরে কাগিসো রাবাদার পেস তোপে সাজঘরের পথ ধরেন ইংল্যান্ডের ক্রিস ওকস, ইয়ন মরগান, ক্রিস জর্ডান। আর প্রথম প্রোটিয়া বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করে তালিকায় নিজের নাম লেখান এই প্রোটিয়া পেসার।

তালিকার সবশেষ বোলার হিসেবে চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার হ্যাটট্রিক করে আলোড়ন সৃষ্টি করেছেন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেয়াপ্পান। তার লেগ স্পিনে কাটা পড়ে সাজঘরে ফিরে যান রাজাপাকসে, আসালাঙ্কা ও দাসুন শানাকা। আর এতেই বিশ্বকাপে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন এই তরুণ স্পিনার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!