খেলা

টুইটার কর্মীদের হোম অফিসের সুযোগ বন্ধের ঘোষণা

<![CDATA[

টুইটার কর্মীদের নতুন নির্দেশনা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক। নতুন এ নির্দেশনায় কর্মীদের হোম অফিস তথা বাড়ি বসে অফিসের কাজ করার সুযোগ বন্ধ করা হয়েছে। কর্মীদের উদ্দেশে ইলন বলেছেন, ঘরে বসে কাজ করার দিন শিগগিরই শেষ হচ্ছে। সেই সঙ্গে সামনে আরও ‘কঠিন সময়’ আসছে। খবর ব্লুমবার্গের।

গত মাসে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটারের পুরো মালিকানা কিনে নেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান ইলন। কেনার পর থেকে এর নিয়মনীতিতে ব্যাপক পরিবর্তন এনে চলেছেন তিনি।

পরিচালনা পর্ষদ বাতিল করে নিজেই পরিচালক হয়েছেন। দায়িত্ব নেয়ার কয়েকদিনের মধ্যে ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করেছেন, যা কোম্পানির মোট কর্মী সংখ্যার অর্ধেক। শুধু তাই নয়, বাকি কর্মীদের কর্মঘণ্টা বাড়িয়েছেন। বন্ধ করেছেন ছুটি।

এবার এতদিন যারা হোম অফিস তথা বাড়ি থেকে অফিস করছিলেন তাদের অফিসে এসে কাজের নির্দেশ দিয়েছেন। করোনা মহামারির সময় বিধিনিষেধের কারণে ঘরে বসে কাজের নীতি চালু করে টুইটার। এতদিন অনেক কর্মীই বাড়িতে বসে কাজ করছিলেন। কিন্তু সেই সুযোগ আর পাবেন না কর্মীরা।

আরও পড়ুন: টুইটার ব্যবহারকারী আগের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ: ইলন মাস্ক

কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে ইলন মাস্ক বলেছেন, ‘সামনে কঠিন সময় আসছে। সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে।’ ইমেইলে মাস্ক আরও বলেছেন, বিশেষ পরিস্থিতি ছাড়া বাড়িতে বসে কাজ করার বিষয়টি গ্রহণযোগ্য হবে না। বিশেষ ক্ষেত্রগুলো তিনি নিজে খতিয়ে দেখবেন।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে কিছু পদক্ষেপের কারণে প্ল্যাটফর্ম থেকে অনেক বিজ্ঞাপনদাতা সরে গেছে। ফলে কোম্পানির আয় ব্যাপকভাবে কমে গেছে। টুইটারের বেশির ভাগ আয় আসে বিজ্ঞাপন থেকে। প্রতিষ্ঠানটি প্রতিবছর বিজ্ঞাপন থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে।

কর্মী ছাঁটাই করে ব্যয় সংকোচনের পাশাপাশি আয় বাড়াতে টুইটার অ্যাকাউন্টে নীল টিক বা ভেরিফায়েড সেবা চালু করেছে টুইটার। যুক্তরাজ্যে ইতোমধ্যে এ সেবা চালু হয়ে গেছে। এটি চালু রাখতে ব্যবহারকারীদের মাসে ৬.৯৯ মার্কিন ডলার করে দিতে হচ্ছে।

আরও পড়ুন: টুইটারের ভারত অফিসের ৯০ শতাংশেরও বেশি কর্মী চাকরিচ্যুত

এ সেবা যারা গ্রহণ করছেন তারা টুইটারের বেশ কিছু ফিচার অন্যদের চেয়ে আগে ব্যবহার করতে পারবেন। মাস্কের আশা, নীল টিক সেবা পুরোপুরি চালু হলে বিজ্ঞাপনদাতাদের ওপর নির্ভরতা অনেকটাই কমে যাবে। গত বুধবার টুইটারের অডিও ফিচার ‘স্পেসেস’ চালু করেন ইলন মাস্ক। এ উপলক্ষে বিজ্ঞাপনদাতাদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেন তিনি। সেখানে তিনি বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবসা নিয়ে নিশ্চয়তা দিয়েছেন তিনি।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!