টুরিস্ট ভিসায় ভারতে শ্রমিকের কাজ, ১৭ বাংলাদেশিকে ফেরত
<![CDATA[
টুরিস্ট ভিসায় ভারতে গিয়ে শ্রমিকের কাজ করার অপরাধে ১৭ বাংলাদেশিকে আট দিন আটক রাখার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত দেয়া হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- সাতক্ষীরার আশাশুনি থানার রামপদ বিশ্বাস (৪০) শংকর কুমার (৩৯) রবীন্দ্র নাথ (৪৫) চন্দন কুমার (৩৭) ধর্মদাস (৪৮) দেবাশিষ (৪৩) বাবু (৪৫) দেবপ্রদীপ (৪২) গবিন্দ (২৯) তপন কুমার বিশ্বাস (৩২) মিলন মাঝি (৩৪) হরিদাস কুমার মঝি (৫৪) দিপংকর (৩৪) সুমেশ কুমার (৪৩) গৌরপদ মাঝি (৩৮) অমৃত মাঝি (৩৯) ও চট্টগাম জেলার লাউজান থানার আদেশ কুমার বড়ুয়া (৪৫)।
আরও পড়ুন: ভারতে পাচার ২৩ বাংলাদেশিকে ফেরত
ভারত থেকে ফেরত আসা দেবাশিষ জানান, তারা ভারতের ব্যাঙ্গালুরু শহরে বেশি মজুরির জন্য ধান রোপণের কাজ করছিলেন। একদিন কাজ করার পর পুলিশ তাদের ধরে নিয়ে আদালতের মাধ্যমে একটি শেল্টার হোমে রাখে। এরপর তাদের দেশে ফেরত পাঠায়। তাদের সবার পাসপোর্ট ও ভিসার মেয়াদ রয়েছে। তবে শ্রমিকের কাজ করার অপরাধে তাদের আটক করে পুলিশ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ওসি আবুল কালাম আজাদ জানান, ফেরত পাঠানো পাসপোর্ট যাত্রীদের বন্দর থানা পুলিশ গ্রহণ করেছে।
মানবাধিকার সংস্থা রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা বজলুর রহমান জানান, ফেরত আসা বাংলাদেশিরা যদি দালালদের বিরুদ্ধে মামলা করতে চান, তাদের আইনি সহায়তা করা হবে।
]]>