টেকনাফে জাহাজ থেকে পড়ে মিয়ানমারের নাগরিকের মৃত্যু
<![CDATA[
কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরে পণ্য নিয়ে আসা জাহাজ থেকে পড়ে শৌমিং (৭১) নামে এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শৌমিং মিয়ানমার থেকে পণ্য নিয়ে আসা জাহাজটির বাবুর্চি ছিলেন।
মিয়ানমারের নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।
শৌমিং মিয়ানমারের আকিয়াব শহরের ঢৌমিংয়ের ছেলে।
আরও পড়ুন: সিত্রাংয়ের আঘাতে ড্রেজারডুবি, ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার
টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, এক সপ্তাহ আগে পণ্য নিয়ে আসা জাহাজটি বন্দরে অবস্থান করছিল। সোমবার রাতে রান্নার কাজ শেষে জাহাজে থাকা অন্যদের খাবার পরিবেশনের সময় ঝড়ো হওয়ার কারণে জাহাজের ডেক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান শৌমিং। মরদেহ জাহাজে রয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) জাহাজটি মিয়ানমারের উদ্দেশে যাত্রা করবে।
]]>