টেস্টের বোলিংয়ে টি-টোয়েন্টিতে সাফল্য পেলেন তাসকিন
<![CDATA[
১৪৪ রানেই থেমে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। দেখেশুনে খেললে নেদারল্যান্ডসের জন্য জয়টা অসম্ভব ছিল না। তবে তাসকিন আহমেদের আগুন ঝরানো বোলিংয়ে সেই দেখেশুনে খেলার সুযোগটাই পাননি ডাচ ব্যাটাররা।
হোবার্টের বেলেরিভ ওভালে দ্বিতীয় ইনিংসে বল হাতে তুলে নিয়ে প্রথম দুই বলে দুই উইকেট তুলে নেন টাইগার এ পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করে ১৫ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জয় এনে দেন তাসকিন।
ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই গতি তারকার হাতে। নিজের সাফল্য প্রসঙ্গে তাসকিন জানান, টেস্টের লাইন-লেংথে বল করাটাই লক্ষ্য ছিল তার।
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে তাসকিন বলেন, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক মতো করার চেষ্টা করেছি। প্রথম ইনিংসে নেদারল্যান্ডসের বোলিং দেখছিলাম। ভালো মুভমেন্ট ছিল। সে জন্য আমি টেস্ট ম্যাচের লেংথে বল করেছি। বোলিং করার চেষ্টা করেছি। নিজের সেরাটা দিতে চেয়েছি। দুদিকেই যাতে সুইং করতে পারি–বিশ্বকাপকে ঘিরে এই জায়গাটাতেই আমার মূল ফোকাস।
আরও পড়ুন: ১৫ বছরের অপেক্ষা ফুরোলো বাংলাদেশের
বাংলাদেশের জয় নিয়ে বলেন, ‘এই জয়টা আমাদের দরকার ছিল। দল হিসেবে আমরা খুবই ভালো খেলেছি। আজকের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।’
]]>




