বিনোদন

টোকিও উৎসবের লাল গালিচা মাতালেন তারকারা

<![CDATA[

টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৫তম আসর চলছে। ২৪ অক্টোবর জমকালো আয়োজনে পর্দা উঠেছিল এবারের আসরের। ১০ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে ২ নভেম্বর।

উৎসবে প্রথম দিনে ছিল লাল গালিচার বিশেষ আয়োজন। ২৪ অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় বসেছিল রেড কার্পেট। এ দিন লাল গালিচায় হাঁটেন জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ বিভিন্ন দেশের তারকারা।

লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন এবারের আসরের অ্যাম্বাসেডর জাপানি তারকা অ্যাই হাশিমাতো। নির্ধারিত সময়ে লাল গালিচায় আসেন তিনি। আলোর জলকানিতে নিজের উপস্থিতি জানান দিয়েছেন, অটোগ্রাফ দিয়েছেন, সেলফিও তুলেছেন এ তারকা। প্রথম দিন লাল গালিচায় হেঁটেছেন বিভিন্ন দেশের ১৩৭ জন তারকা।

উৎসবের প্রথম দিনের আয়োজন শুরু হয়েছিল আমন্ত্রিত সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে। বেলা ১১টায় উদ্বোধনী সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল আমন্ত্রিত সাংবাদিকদের জন্য। এবারের আয়োজনে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে জেজে তাকাহিসা পরিচালিত ‘ফ্র্যাগমেন্টস অব দ্য লাস্ট উইল’। আর সমাপনী চলচ্চিত্র হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকার অলিভার হারমানাস পরিচালিত ‘লিভিং’। উৎসবের পুরো আয়োজন সরাসরি বসলেও এবার বাণিজ্যিক শাখা টিআইএফএফকম বসবে অনলাইনে।

আরও পড়ুন: ৩৫তম টোকিও চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের এবারের আসরে ১০৭টি দেশের ১ হাজার ৬৯৫টি সিনেমা জমা পড়েছিল প্রতিযোগিতা বিভাগের জন্য। সেখান থেকে ১১১টি সিনেমা নির্বাচিত করা হয়েছৈ বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শনের জন্য। তার মধ্যে প্রতিযোগিতা বিভাগে ১৫টি চলচ্চিত্রকে নির্বাচিত করা হয়েছে। আটটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে। আর্ন্তজাতিক প্রতিযোগিতা বিভাগে বিচারক হিসেবে থাকবেন আমেরিকান নির্মাতা জুলি টেমোর।

প্রতিযোগিতা বিভাগ ছাড়াও এবার থাকছে এশিয়ান ফিচার বিভাগ, গালা সিলেকশন, ওয়ার্ল্ড ফোকাস, জাপানিজ এনিমেশন, ইয়ুথ, টিআইএফএফ সিরিজ, জাপানিজ ক্লাসিকস বিভাগ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!