Feni (ফেনী)দাগনভূঞাঁ
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাদিয়া তাসনিম
দাগনভূঞা | তারিখঃ October 20th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 425 বার
দাগনভূঞা প্রতিনিধি->>
সাদিয়া তাসনিম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।গতকাল বুধবার রাতে অনলাইনে উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রতি ক্লাসে ৫ জন করে ট্যালেন্টপুলে বৃত্তি পায় এবং সাধারণ গ্রেডে পায় প্রতি ক্লাসে ১০ জন। ফলাফল ঘোষণার সময় ফাউন্ডেশনের দেশে ও প্রবাসের সকল সদস্য অনলাইনে যুক্ত হয়ে বৃত্তি প্রাপ্ত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।তাঁরা মনে করেন তাঁদের এই কর্মপ্রচেষ্টার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটবে।এর আগে গত ৩০ সেপ্টেম্বর দাগনভূঁঞা উপজেলার ৫ নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাদিয়া তাসনিম দেবরামপুর জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার মা লেখিকা নুশরাত রুমু সবার কাছে দোয়া চেয়েছেন।