ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
<![CDATA[
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মুরাদনগর এলাকায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুরাদনগরের গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পরে দুপুর ২টায় পুলিশের সহায়তায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত সাদিয়া স্থানীয় গোমতা এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: ঝিনাইদহে প্রাইভেটকার চাপায় শ্রমিক নিহত
কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, ‘ঘটনার পর থেকে শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। দুই ঘণ্টার চেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা গেছে। ট্রাকটি আমাদের হেফাজতে আছে।’
]]>