ট্রাকের চাকায় প্রাণ গেল বাবা-ছেলের
<![CDATA[
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থানাধীন গজনবীপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহাজান বিশ্বাস (৬২) এবং তার ছেলে শামিম (২৮)। তারা কুষ্টিয়া ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামের বাসিন্দা।
শাহাজান বিশ্বাস উজানগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন ও তার ছেলে লিবিয়া প্রবাসী বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবর্বত রায়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নারীসহ নিহত ২
ওসি দেবর্বত রায় জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবা-ছেলে। পথিমধ্যে বিত্তিপাড়া গজনবীপুর গোরস্তানের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা মেরে চলে যায়। এতে বাবা ও ছেলে ট্রাকের চাকার নিচে পড়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
]]>