ট্রান্সফরমার চুরির সময় বিস্ফোরণে যুবকের মৃত্যু
<![CDATA[
ফরিদপুরে ট্রান্সফরমার চুরির সময় বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত ১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের ইসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম শাকিল। তিনি সদর উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আরও পড়ুন: ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
এদিকে এ ঘটনায় জনতা চোরের সহযোগী হিসেবে নাসির নামে একজনকে আটক করে পুলিশে দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এম এ জলিল বলেন, বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গেলে তারে জড়িয়ে সেটা বিস্ফোরণ হয়। এতে ওই যুবকের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। আহত মজনু শেখকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
]]>




