ট্রেনে কাটা পড়ে স্ত্রী-ছেলে-মেয়ের মৃত্যু, স্বামী গ্রেফতার
<![CDATA[
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা, মেয়ে ও ছেলের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে থানায় সুমি আক্তারের (৩২) বাবা আজিজুল ইসলাম এ অভিযোগ করলে রাতেই সুমির স্বামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ছেলেমেয়েদের নিয়ে রেললাইন হয়ে বুড়িমারী বন্দরের দিকে যাচ্ছিলেন সুমি আক্তার। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে মা সুমি আক্তার ও তার মেয়ে তাজমিরা তাবাসুম তাসিন (৬) ঘটনাস্থলেই নিহত হন। নিহত সুমি আক্তারের ছেলে তৌহিদ (৪) আহত হয়। স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার। পরে শিশুর অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু, আহত ছেলে
এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে পুলিশের নিকট সুমি আক্তারের বাবা আজিজুল ইসলাম তার মেয়ে, নাতী ও নাতনীকে আত্মহত্যার প্ররোচনা করা হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি আমলে নিয়ে রাতেই নিহত সুমির স্বামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করেন পুলিশ।
লালমনিরহাট রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক ফেরদৌস আলী জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নিহতের বাবা। অভিযোগে উল্লেখ করা দুজন আসামির মধ্যে একজনকে গ্রেফতার করে পাটগ্রাম থানায় সোর্পদ করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, রেলওয়ে থানা পুলিশ রাশেদুজ্জামানকে গ্রেফতার করে থানায় দিয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকালে তাকে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হবে।
]]>




