ট্রেনে কাটা পড়ে নারায়ণগঞ্জে বৃদ্ধ নিহত
<![CDATA[
নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর চাষাঢ়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
ইমরান নামে প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, ঢাকায় যাওয়ার উদ্দেশে তিনি চাষাঢ়া রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই বৃদ্ধ কিছুটা দূরে অবস্থান করছিলেন। বেলা ১১টা ৫ মিনিটের দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটি চাষাঢ়া স্টেশনে থামার আগে ওই বৃদ্ধা রেললাইনে নেমে কিছু একটা খুঁজছিলেন। তবে কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনার শিকার হন তিনি।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জ রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান সময় সংবাদকে জানান, অজ্ঞাতনামা বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। তার বয়স ৬৫ থেকে ৭০ বছর হবে। চাষাঢ়া স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরিচয় শনাক্তের চেষ্টা করছি। নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠিয়েছি। এখনও রিপোর্ট আসেনি। তার এনআইডি কার্ড থাকলে রিপোর্টে পরিচয় শনাক্ত হবে। এছাড়া বিভিন্ন মিডিয়ায় ম্যাসেজ পাঠিয়েছি। এখন পর্যন্ত তার সন্ধানে কেউ আসেনি বলেও জানান তিনি।
]]>




