ট্রেন চলাচল বন্ধের হুমকি রেল শ্রমিকদের
<![CDATA[
চাকরি স্থায়ীকরণের দাবি মানলে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করার হুমকি দিয়েছেন আন্দোলনরত রেলের অস্থায়ী কর্মচারীরা।
সোমবার (১৭ অক্টোবর) দ্বিতীয় দিনের বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দিয়েছেন রেলের অস্থায়ী শ্রমিক পরিষদের নেতারা।
শ্রমিকরা বলেন, জনবল সংকটে রেলে বিভিন্ন সময় প্রায় ৭ হাজার লোকবল নিয়োগ দেয় কর্তৃপক্ষ। অস্থায়ী ভিত্তিতে তারা চাকরি করে আসছিলেন। চলতি বছরের জুন মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় জানায়, আগামী বছর জানুয়ারি থেকে আর চাকরিতে বহাল থাকবে না কেউ।
এমন ঘোষণা দিয়ে অস্থায়ী শ্রমিকদের বেতন-ভাতাও বন্ধ করে দেয়া হয়। বলা হয় নতুন করে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেয়া হবে জনবল। রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে চাকরিস্থায়ীকরণ ও বেতন-ভাতাসহ ৬ দফা দাবিতে আন্দোলন করছেন অস্থায়ী রেলকর্মীরা।
সারা দেশে কর্মীরা ঢাকায় এসে বিভাগীয় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
চাকরি স্থায়ীকরণের দাবিতে রোববার (১৬ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলওয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন অস্থায়ী কর্মচারীরা। বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। আজও করছেন এবং আজকের মধ্যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: চাকরি স্থায়ী করার দাবিতে কমলাপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ
]]>




