বিনোদন

ঠিক হলো মেসিদের বিশ্বকাপ জার্সি নম্বর

<![CDATA[

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে ২২ নভেম্বর কাতার বিশ্বকাপ মিশন শুরু হবে লিওনেল মেসির আর্জেন্টিনার। এই আসরে আইকনিক ১০ নম্বর জার্সিতেই দেখা যাবে লিওনেল মেসিকে। পরিবর্তন হয়নি পাওলো দিবালা এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার জার্সি নম্বর। এছাড়াও মার্কোস অ্যাকুনা এবং নিকোলাস তাগলিয়াফিকোর জার্সি নম্বর মিল আছে রাশিয়া বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে। আলবিসেলেস্তে স্কোয়াডে বাকিদের জার্সি নম্বরে এসেছে পরিবর্তন। খবর মুন্ডো আলবিসেলেস্তের।

নতুন ভোরের পথ ধরে নতুন সূর্যের অপেক্ষায় আর্জেন্টিনা। তিন যুগ ধরে বিশ্বকাপের অপেক্ষায় থাকা দলটা এবার মরুর বুকে তৃপ্ত হতে চায় সোনালী ট্রফি স্পর্শ করে। তার জন্য যতটা ভারসাম্যপূর্ণ দল হওয়া প্রয়োজন, তার প্রায় সবই ওদের আছে বলে বিশ্বাস করেন ফুটবলবোদ্ধারা। মাঠের পারফরম্যান্স ঠিকঠাক হলেই লিখা হতে পারে ইতিহাস।

আরও পড়ুন: বিশ্বকাপে নিজেদের ফেবারিট মনে করেন না মেসি

বিশ্বকাপের প্রতিটা আসর হাজির হয় আলাদা উন্মাদনা নিয়ে। এই উন্মাদনায় সামিল হয় লাখো-কোটি ভক্তকুল। প্রিয় দল আর প্রিয় ফুটবলারের জার্সি নিয়ে জল্পনা-কল্পনার শেষ থাকে না। যখন দলটার নাম হয় আর্জেন্টিনা, উন্মাদনার পারদ ছুয়ে যায় ভিন্ন মাত্রা।

আর্জেন্টিনার ২৬ সদস্যের দলে মাত্র পাঁচ জনের জার্সি নম্বরের সঙ্গে সাদৃশ্য আছে রাশিয়া বিশ্বকাপের। দলের নিউক্লিয়াস লিওনেল মেসির গায়ে থাকবে দশ নম্বর জার্সি। দলের অন্যতম ভরসার প্রতীক ডি মারিয়া গায়ে চাপাবেন ১১ নম্বর। আর পাওলো দিবালার ট্যাগ লাইন ২১। গেল বিশ্বকাপের জার্সি নম্বর পাওয়া বাকি দুজন মার্কোস অ্যাকুনা এবং তাগলিয়াফিকো।

বদলে যাওয়া জার্সিতে অবাক করবে গোলরক্ষক এমি মার্তিনেজের নম্বর। দলের প্রধান গোলরক্ষক হয়েও তিনি গায়ে চাপাবেন ২৩ নম্বর। এটা নাকি তার লাকি নম্বর। বাকি দুই গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানির এক এবং জেরোনিমো রুল্লির গায়ে উঠবে ১২ নম্বর জার্সি।

আরও পড়ুন: অনুশীলনে মেসি, ফুরফুরে মেজাজে দল

রক্ষণের অটোচয়েজ সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো এবং ওটামেন্ডির জার্সি নম্বর যথাক্রমে ১৩ এবং ১৯। রাইটব্যাক মলিনা গায়ে চাপাবেন সবশেষ ২৬ নম্বর। এই পজিশনে আলোচিত দুই মুখ লিসান্দ্রো মার্তিনেজ এবং হুয়ান ফয়েথের জার্সি নম্বর ২৫ ও ২। আলবিসেলেস্তে মধ্যমাঠের প্রাণ রদ্রিগো ডি পলের জার্সি ৭ নম্বর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!