ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, নায়িকার সাজে বিদায় ঐন্দ্রিলার
<![CDATA[
ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ২০ দিন চিকিৎসাধীন অবস্থায় রোববার (২০ নভেম্বর) হাসপাতালে মারা যান। ভারতের হাওড়ার একটি হাসপাতালে মারা যান ২৪ বছর বয়সী ঐন্দ্রিলা। নায়িকার মতো করে সাজিয়েই বিদায় জানানো হয়েছে ভারতীয় এ টিভি অভিনেত্রীকে।
সোমবার (২১ নভেম্বর) ঐন্দ্রিলার মরদেহ হাসপাতাল থেকে প্রথমে বাড়িতে ও পরে স্টুডিওতে নেয়া হয়। সেখানে ঐন্দ্রিলাকে পরানো হয়েছে লিপস্টিক, গালে মেকআপ। অভিনেত্রীকে সৌন্দর্য দানের মাধ্যমেই তাকে শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মীরা। বিকেল ৫টায় ঐন্দ্রিলার দেহ নিয়ে যাওয়া হয়েছে টেকনিশিয়ান স্টুডিওতে। এরপর স্টুডিও থেকে সন্ধ্যা ৬টা নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কেওড়াতলা শ্মশানে শেষকৃত্যের জন্য। একেবারে সুন্দরী নায়িকার মতোই বিদায় জানানো হলো ঐন্দ্রিলাকে।
আরও পড়ুন: ঐন্দ্রিলাকে ছেড়ে কেমন আছেন প্রেমিক সব্যসাচী!
গত ১ নভেম্বর স্ট্রোকের পর কোমায় চলে যান তিনি। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার (১৯ নভেম্বর) আবার হার্ট অ্যাটাক হয় তার। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুবার দুরারোগ্য ক্যানসারকে হারিয়ে অভিনয় দুনিয়ায় ফিরে ভালোই কাজ করছিলেন এ অভিনেত্রী। তবে হঠাৎই ১ নভেম্বর তার জীবনে বড় বিপর্যয় নেমে আসে।
স্ট্রোক করায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এরপরই কোমায় চলে যান এ অভিনেত্রী। এরপর থেকে কঠিন সময় পার করেন তিনি। অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ওষুধ দেয়ার পাশাপাশি সংক্রমণ এড়াতে দেয়া হয় কড়া ওষুধ। বাড়ানো হয় অ্যান্টিবায়োটিকের মাত্রাও। কিন্তু ওষুধে কোনো প্রতিক্রিয়া হয়নি এ অভিনেত্রীর। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত থেকেই তার চোখের পাতা আর নড়ছিল না। কিন্তু হঠাৎই শনিবার (১৯ নভেম্বর) আবার হার্ট অ্যাটাক হয় তার। আর সে কঠিন জীবনযুদ্ধে আর জিতে উঠতে পারেননি লড়াকু এ অভিনেত্রী।
আরও পড়ুন: ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে কেঁদে কী বলেছিলেন ঐন্দ্রিলা!
উল্লেখ্য, কালারস বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে ভারতীয় টিভি পর্দায় পা রাখেন ঐন্দ্রিলা শর্মা। এরপর স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকেও অভিনয় করেন জনপ্রিয় এ অভিনেত্রী।
]]>



