বাংলাদেশ

ডলার কারসাজি: ৬ ব্যাংককে অভিযোগ থেকে অব্যাহতি

<![CDATA[

ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে সরিয়ে দেয়া ৬ ব্যাংকের ট্রেজারিপ্রধানকে আগের পদে ফেরার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক স্বাক্ষরিত চিঠিতে ব্যাংক ৬টিকে এই সিদ্ধান্ত জানানো হয়।

ব্যাংকগুলো হলো- প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ব্যাংকের এমডিরা এই পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না বলেও কথা দিয়েছেন। এ জন্য বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। ফলে এই ছয় ব্যাংকের ট্রেজারিপ্রধানরা কাজে ফিরতে পারবেন।

আরও পড়ুন: বাংলাদেশ উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত: মার্টিন রেইজার

ডলার কেনাবেচায় গত মে ও জুন মাসে মাত্রাতিরিক্ত মুনাফা করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছিল ওই ছয় ব্যাংক। তদন্তে এই ঘটনা প্রমাণ হওয়ায় তাদের কাছে গত ১৭ আগস্ট ব্যাখ্যা তলব করে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ৮ আগস্ট ওই ব্যাংকগুলোর ট্রেজারিপ্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

এছাড়া, ওই একইকারণে আরও ৭টি ব্যাংকের এমডিদের কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়। এই ব্যাংকগুলো হলো- এনসিসি, ইউসিবি, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল, ব্যাংক এশিয়া, এইচএসবিসি এবং ইস্টার্ন ব্যাংক। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!