ডাচদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
<![CDATA[
ত্রিদেশীয় সিরিজে ভরাডুবি ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লজ্জাজনক হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টোয়েলভে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। বেলেরিভ ওভালে ডাচদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টায়। এ ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ, কয়জন পেসারই বা থাকবেন এগারো জনের মধ্যে?
শুরুতে ওপেনিং প্রসঙ্গেই আলোচনা হোক। লিটন দাসের ওপেনিংয়ে নামার সম্ভাবনা কম, সেটা সাংবাদিকদের প্রতি সাকিবের ‘লিটন ওপেন করলেই কী আমরা জিতব’ প্রশ্ন থেকেই কিছুটা আন্দাজ করে নেয়া যায়। তবে কোন জুটি খেলতে নামবে এই পজিশনে? সম্ভাব্য উত্তর হতে পারে সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজ কিংবা শান্ত-মিরাজ জুটি। টিম ম্যানেজমেন্ট কোন জুটির ওপর আস্থা রাখবে? মিরাজ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট মেজাজে ব্যাট করেছেন, তিনি আবার মেক-শিফট ওপেনারদের একজন। সেই হিসেবে মিরাজ বাদ পড়তে পারেন একাদশ থেকে, টিম বেছে নিতে পারে সৌম্য-শান্ত জুটিকে।
আরও পড়ুন: ‘প্রতিপক্ষ ছোট না বড়, সেটা দেখে আমরা প্রস্তুতি নেইনি’
তিনে লিটন ও চারে সাকিবের স্থান মোটামুটি পাকাই। এরপর আসে আফিফ হোসেনের নাম। যদিও স্পিন দুর্বলতার কারণে তাকে আরও ওপরে খেলানোর সিদ্ধান্তকেই ভালো মনে করেন অনেকে। আবার পরিসংখ্যান বলছে শান্ত স্পিনে ভালো, পেসাররাই ‘আতঙ্ক’ তার কাছে।
ব্যাটিং অর্ডার অনুযায়ী পরের ক্রমটা হতে পারে এমন: ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত। বাকি থাকে আর তিনটি স্থান। দলে স্পিন অলরাউন্ডার থাকায় অস্ট্রেলিয়ার মতো উইকেটে সেই স্থানগুলোতে যে পেসাররাই বসবেন, সেটা তো অনুমেয়-ই। প্রশ্ন হলো: মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের মধ্যে কোন তিনজন পেসার বাছাই করবে বাংলাদেশ?
খারাপ সময় গেলেও মুস্তাফিজুর রহমানের মতো কার্যকরী পেসার এখনও বাংলাদেশ দলে নেই বলেই বিশ্বাস ক্রিকেট বিশ্লেষকদের। ডেথ ওভারেও তো ফিজের বিকল্প পায়নি বিসিবি। যে কারণে তাকে একাদশে রাখতেই চাইবে টিম ম্যানেজমেন্ট। সম্প্রতি ভালো করছেন তাসকিন আহমেদও। তাকেও হয়তো কোনোভাবেই একাদশের বাইরে রাখার সুযোগ নেই। সবচেয়ে কঠিন কাজটি বোধহয় হাসান মাহমুদ ও শরিফুলের মধ্য থেকে একজনকে বাছাই করা। হাসান ও শরিফুল দুজনই সাম্প্রতিক সময়ে নজর কাড়ছেন। দৌড়ে হয়তো হাসান মাহমুদই টিকে যাবেন একাদশে।
আরও পড়ুন: প্রথম ম্যাচে চাপে থাকবে বাংলাদেশ: আকরাম খান
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ/শরিফুল ইসলাম।
]]>




