বাংলাদেশ

ডাচদের বিপক্ষে হারের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

<![CDATA[

নেদারল্যান্ডের দেয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মহাবিপদে পড়েছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান।

অ্যাডিলেড ওভালে সহজ প্রতিপক্ষ ভেবে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে পরিকল্পনামতো হয়নি প্রোটিয়াদের বোলিং। উল্টো যেভাবে প্রোটিয়া পেসারদের বিপক্ষে ব্যাট করেছিল তারা, তাতে মনে হচ্ছিল প্রোটিয়াদের সমমানের কোনো দল খেলছে তাদের বিপক্ষে।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় লঙ্কান ক্রিকেটার গ্রেফতার 

স্টেফান মাইবার্গ এবং ম্যাক্স ও’ডাউডের ওপেনিং জুটি থেকেই আসে ৫৮ রান। এরপর মাঝে নরকিয়া এবং মাহরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেদারল্যান্ডসের রানে ভাটা পড়ে। তবে উইকেট বাঁচিয়ে রেখে খেলতে থাকে ডাচরা। 

শেষের দিকে কলিন অ্যাকারম্যানের অপরাজিত ২৬ বলে ৪১ রান দলের বড় সংগ্রহতে ভূমিকা রাখে। অ্যাকারম্যানের ৪১ ছাড়াও মাইবার্গ করেছেন ৩০ বলে ৩৭ এবং টম কুপার খেলেন ১৯ বলে ৩৫ রানের ইনিংস। 

প্রোটিয়াদের হয়ে ২৭ রান খরচায় ২ উইকেট নেয়েছেন মাহরাজ। আর একটি করে উইকেট পেয়েছেন নরকিয়া ও মার্করাম। 

আরও পড়ুন:  পাকিস্তানের বিপক্ষে লিটন দাস কি খেলবেন?

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেও কোনো সমীকরণেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ নেই ডাচদের। কিন্তু সে ক্ষেত্রে সেমিতে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশ অথবা পাকিস্তানের। দিনের আরেক ম্যাচে মাঠে নামছে এ দুই প্রতিপক্ষ। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!