ডার্ক সার্কেলের জন্য ঘরোয়া উপায়
<![CDATA[
বেশকিছু কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে। চোখে অতিরিক্ত স্টেইন, অ্যালার্জি, শরীরে পর্যাপ্ত পানির অভাব, সূর্যের আলোয় বেশিক্ষণ থাকা, এগুলো ডার্ক সার্কেল তৈরি করতে সহায়তা করে। তবে এমন কিছু ঘরোয়া উপায় আছে, যার সাহায্যে খুব সহজেই চোখের নিচে কালি দূর করতে পারবেন।
১.আইস ব্যাগ চোখের ওপর চেপে ধরতে পারেন। ২০ মিনিট এভাবে ধরে রাখুন। উপকার পাবেন। প্রয়োজনে প্রতিদিন একবার করে করুন। দেখবেন চোখের নিচের কালি কমতে শুরু করেছে।
আরও পড়ুন: রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল
২. ঘুমের অভাবে চোখের নিচে কালি পড়ে। পারলে কয়েক ঘণ্টা বেশি ঘুমানোর চেষ্টা করুন। বিশেষজ্ঞরা বলেন, শরীর সুস্থ রাখতে প্রতিদিন অন্তত আট ঘণ্টার ঘুম প্রয়োজন। তাই অবশ্যই নিয়ম মেনে প্রতিদিন ঘুমাতে হবে। সারা রাত অকারণে জেগে থাকার অভ্যাস থাকলে আজই তা বাদ দিন।
৩. চা তৈরির পর একটি কাপড়ে চা পাতা বেঁধে নিয়ে চোখে লাগাতে পারেন। কিংবা টি ব্যাগও ব্যবহার করতে পারেন। চোখের নিচের কালি প্রতিরোধে রোদে যাওয়ার সময় ছাতা ব্যবহার করুন। সানব্লকও ব্যবহার করতে পারেন।
৪. যে কোনো ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রচুর পানি ও দুধ পান করবেন। কুঁচি করা শসা দিয়ে গোল বল বানিয়ে চোখের ওপর দিয়ে রাখুন। এ অবস্থায় অন্ধকার ঘরে ১০ থেকে ১৫ মিনিট থাকুন। একই পদ্ধতিতে শসার পরিবর্তে ব্যবহার করতে পারেন কুচি করা আলু।
আরও পড়ুন: রূপচর্চায় চালের গুঁড়ার জাদুকরী গুণ!
৫. কদম ফুলের পাঁপড়ি বেটে ৫ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে। কদম ফুল না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন। এ ছাড়া কালি দূর করার জন্য চোখের নিচে লাগানোর ক্রিম ব্যবহার করতে পারেন। তাতেও যদি সমস্যা না যায়, কনসিলার ব্যবহার করুন।
আর হরমোনজনিত সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে চোখের নিচে কালো দাগ হলে কোনো ঘরোয়া রূপচর্চা বা ক্রিম ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
]]>