ডা. কামরুলের ১২০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক
<![CDATA[
কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম। একজন মানবিক চিকিৎসক। দেশ-বিদেশে রয়েছে তার ব্যাপক সুনাম। বিনা পারিশ্রমিকে এক হাজার কিডনি প্রতিস্থাপন করে আগেই আলোচনায় এসেছিলেন তিনি। এবার তিনি এক হাজার ২০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করলেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে তিনি এই কীর্তি গড়েন। এদিন সন্ধ্যায় সিকেডি হাসপাতালের কিডনি ট্রান্সপ্ল্যান্ট কোঅর্ডিনেটর মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সবার দোয়ায় অধ্যাপক ডা. কামরুল ইসলাম স্যার আজ (মঙ্গলবার) ১২শ তম কিডনি প্রতিস্থাপন করছেন। এটা স্যারের জন্য, আমাদের জন্য, বাংলাদেশের জন্য গৌরবের। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আমৃত্যু মানুষের সেবায় কাজ করে যেতে পারেন। অধ্যাপক ডা. কামরুল ইসলাম ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে আসছেন। সাফল্যের হার শতকরা ৯৫ শতাংশ, যা আন্তর্জাতিক পর্যায়ের সমকক্ষ।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত সর্বোচ্চ
অধ্যাপক কামরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী। ১৯৯৩ সালে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। ২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে প্রতিষ্ঠা করেন সিকেডি হাসপাতাল।
]]>




