খেলা
ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৩৯
<![CDATA[
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৭১০ পিস ইয়াবা, ২৭ গ্রাম ৪০৭ পুরিয়া হেরোইন এবং ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গাড়িতে সাংবাদিক স্টিকার লাগিয়ে মাদক সরবরাহ
সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
]]>