‘ডিজিটাল উন্নয়নের পাশাপাশি নৈতিক সমাজ বিনির্মাণেও কাজ করতে হবে’
<![CDATA[
শুধু ডিজিটাল উন্নয়ন নয় বরং নৈতিক সমাজ বিনির্মাণেও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশি সফওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘সাইবার ডাইন টেকনোলজির’ চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিন।
তিনি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা আমাদের প্রতিষ্ঠানের সেবা পৌঁছে দিতে চাই সকল স্তরে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আমরা শুধু সফওয়্যারই নির্মাণ করছি না, নৈতিক সমাজ বিনির্মাণেও অংশ নিচ্ছি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত ন্যাশনাল বিজনেস কনফারেন্সের আমসাআ আমিন এসব কথা বলেন। তিন দিনব্যাপী (১১ থেকে ১৩ অক্টোবর) অনুষ্ঠিত এই সেমিনারের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল কুদ্দছ মন্ডল বলেন, তরুণেরা দেশের টেকনোলজিকেন্দ্রীক ভালো একজন উদোগ্যক্তা হতে পারেন। আমরা চেষ্টা করছি টেকনোলজিতে তরুণ সমাজকে কাজে লাগানোর। তাদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে সারা দেশে ডিজিটাল প্রযুক্তির বিস্তার ছড়িয়ে দিতে চাই।
আরও পড়ুন : দেশের বৃহৎ অ্যাস্ট্রোনমি উৎসবে অংশ নিচ্ছে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী
তরুণদের দক্ষ করে গড়ে তুলতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা করা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের সফটওয়্যার প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেনিং দিয়ে তরুণদের দক্ষতা বাড়াতে চাই। তারা দক্ষ হয়ে উঠলে অবশ্যই তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর করে সাজাতে পারবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে দেশীয় সফওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘সাইবার ডাইন টেকনোলজির’ যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি দেশীয় সংস্কৃতি ও প্রয়োজন বিবেচনায় সরকারি-বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠানের সফওয়্যার নির্মাণ করে সুনাম কুড়িয়েছে।
]]>




