ডিবি পরিচয়ে ডাকাতি, অবশেষে র্যাবের হাতে ধরা
<![CDATA[
সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগে মো. সালাউদ্দিন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সাতক্ষীরার কলারোয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) র্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২৭ সেপ্টেম্বর মো. আক্তারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি বাড়ি থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা সদর থানাধীন কদমতলা বাজারে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাত চক্রটি তাকে হাতকড়া পরায়। চক্রটি তার চোখে কালো কাপড় দিয়ে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে যায়। চক্রটি তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে এক নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
এর তিন মাস পর আক্তারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকাত চক্রটির এক সদস্যের ছবি দেখে চিনতে পারেন। পরে গত ৬ জানুয়ারি তিনি বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া মেজর আটক
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ মামলায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল কলারোয়া থানাধীন সোনাবাড়িয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতার যুবককে ওই মামলার তদন্তকারী প্রতিষ্ঠান সাতক্ষীরা জেলার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।
]]>




