ডিভোর্সি নিখিলকেই মন দিলেন বিশ্বসুন্দরী
<![CDATA[
ভালোলাগা আর ভালোবাসা যে পুরোটাই হৃদয়ঘটিত ব্যাপার, তা আরেকবার প্রমাণ দিলেন নিখিল কামাথ আর মানুষী ছিল্লার। দুই ভুবনের দুই বাসিন্দা বাঁধা পড়েছেন এক দৃঢ় সম্পর্কের বন্ধনে। সম্প্রতি তাদের চলাফেরায় সেদিকেই ইঙ্গিত পাচ্ছেন ভক্তরা।
২০১৭ সালে মানুষী ছিল্লার জিতেছেন মিস ওয়ার্ল্ড খেতাব। ২৫ বছর বয়সী বিশ্বসুন্দরী এ বছরই বলিউডে পা রেখেছেন। তবে ক্যারিয়ারের দিকে মনোযোগী হলেও এড়িয়ে যেতে পারেননি নিজের ভালোবাসাকে।
অন্যদিকে ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার নিখিল কামাথ। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া নিখিল বেশিদূর পড়াশোনা করতে পারেননি। অর্থ রোজগারের একাগ্র ইচ্ছায় খুব কম বয়সেই হয়ে গেছেন একজন সফল ব্যবসায়ী।
সম্প্রতি তাদের প্রেমের সম্পর্ক ফাঁস হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, এক বছর ধরে চলছে তাদের প্রেমলীলা।
আরও পড়ুন: ভারতে ঘর বাঁধতে চান পাক অভিনেত্রী!
তবে নিজেদের সম্পর্ক অনেক আড়াল করতে চাইলেও শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি। প্রায়ই তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়। একজন আরেকজনের অনুপস্থিতিতে বিমর্ষ তো থাকেনই, বাড়তে থাকে তাদের ভুলের পরিমাণও। তাই এক বাড়িতেই থাকছেন এই কপোত-কপোতী।
উল্লেখ্য, মানুষীই নিখিলের জীবনে প্রথম নারী নন, ২০১৯ সালে নিখিল বিয়ে করেন আমান্ডা পুরভাঙ্করাকে। ২০২১ সালেই তাদের ডিভোর্স হয়ে যায়। এর পরও সব জেনে নিখিলের জীবনে জায়গা করে নেন বিশ্বসুন্দরী মানুষী।
]]>




